জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ অনুমোদন
- আপডেট টাইম : ০৬:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / 23
‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভা থেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’- কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভা থেকে অনুমোদন দেওয়া হয়েছে। যেকোন অ্যাসেম্বলিতে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে বলতে হবে। যদি কোনো অনুষ্ঠান হয়, অ্যাসেম্বলি হয়, সেখানে সরকারি-বেসরকারি যারা থাকবেন ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করবেন, এটা কেবিনেটের সিদ্ধান্ত।
সাংবিধানিক পদধারীগণ, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে এটা বলবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাসহ তাদের কোনো সভা-সেমিনার যদি হয়, সেখানে জয় বাংলা বলেন। অ্যাসেম্বলিতে বা যে কোনো ধরনের সমাবেশ হলে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। সবাই যাতে এটা জানে এ জন্য ‘জয় বাংলা’-কে কেবিনেট থেকে একটি সার্কুলার দিয়ে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করে দিতে হবে।