বয়স হিসাব করে কি প্রেম হয়?
- আপডেট টাইম : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / 36
বয়স হিসাব করে কি প্রেম হয়? প্রেম না মানে বয়সের বাধা। প্রেম তো স্থান, কাল ও পাত্র বিবেচনা করেও হয় না সবসময়। ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়।
যেমন হার মানিয়েছেন আশরাফ ও বানু বেগম। আশরাফ আলী বেপারী ৬২ বছরের বয়সে তার প্রেমিকাকে বিয়ে করেছেন। ৬২ বছর বয়স পর্যন্ত ছিলেন তিনি অবিবাহিত। তার প্রেমিকার বয়স ৫৪ বছর।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে এই বিয়ে সম্পন্ন হয়। বানু বেগমের ঘরে এক কন্যা সন্তান থাকলেও আশরাফ আলী ছিলেন অবিবাহিত।
চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক টুকু গণমাধ্যমকে বলেন, সোনাহার গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আশরাফ আলী বৃদ্ধ বয়সে বেশ একাকীত্বের জীবন কাটাতেন। পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বানু বেগমের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন। এ অবস্থায় তিনিও বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরমধ্যে তাদের দুইজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে অবশেষে পরিবারের সম্মতিতে শনিবার রাতে খুব ঘটা করেই বিয়ে সম্পন্ন হয়। এমন আয়োজন এলাকাবাসীকে কৌতূহলী করে তোলেন। এরফলে অনেক লোক এসে ভিড় জমান বিয়ে বাড়িতে। বিয়েতে অন্তত ১ হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন এবং বেশ ধুমধাম করেই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। পাত্র ও পাত্রী উভয়ে আশ্রয়ণ প্রকল্পেরই বাসিন্দা।
নিউজ লাইট ৭১