ছিনতাই মামলার ২ আসামি গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৫:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / 33
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমামের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বিকালে উপজেলার শেখ রাসেল পৌর শিশু পার্কের লেকপাড়ে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় মসজিদের ইমাম চারজনকে জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার দুইযুবক মোঃ আবদুল্লাহ (১৯) গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের কামাল শেখের ছেলে ও মহারাজ শেখ (১৯) শ্রীরামকান্দি উত্তরপাড়া গ্রামের ওসমান শেখের ছেলে।
সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল।
মামলার বিবরণে জানা যায়, শেখ রাসেল পৌর শিশু পার্ক সংলগ্ন মসজিদের ইমাম মাহমুদুল হাসান আব্বাস বিকালে হাঁটতে বের হলে পার্কের লেকপাড়ে চার যুবক তাকে ঘিরে ধরে। আটক দুই যুবক ইমামের গলায় চাকু ধরে নগদ দুই হাজার টাকা ও একটি মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। তখন সেই ইমাম চিৎকার করলে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে দেয় ও বাকি দুই যুবক পালিয়ে যায়।