নতুন বিতর্কে পুনম পাণ্ডে
- আপডেট টাইম : ০৫:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / 35
বিতর্ক তার চিরকালের সঙ্গী। পর্নকাণ্ডেও তার নাম জড়ায়। এবার জড়ালেন রতুন বিতর্কে পুনম পাণ্ডে।
এবারও মুম্বাইয়ের রাস্তায় পোশাক বিতর্কে জড়ালেন তিনি। Viral Bhayani-নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তরফে পুনম পাণ্ডের একটি সাম্প্রতিক ছবি পোস্ট করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে, কফি খেতে মুম্বাইয়ের রাস্তায় বের হয়েছিলেন অভিনেত্রী তথা মডেল। আর তখনই পোশাক নিয়ে বিতর্কে জড়ান তিনি।
নেটিজেনদের একাংশ তার খোলামেলা পোশাকের সমালোচনা করেন। কেউ কেউ কমেন্ট করে ‘সবই তো দেখা যাচ্ছে’।
গত বছর পর্নকাণ্ডে নাম জড়ায় অভিনেত্রী পুনম পাণ্ডের। আদালতের নির্দেশে গ্রেপ্তারির হাত থেকে রক্ষা পান তিনি। ২০১০ সালে Gladrags Manhunt and Mega model Contest প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুনম পাণ্ডে। ২০১১ সালে ২৯টি ক্যালেন্ডার শুট করেন তিনি। ২০১২-তে কিংফিশার ক্যালেন্ডার গার্ল হন তিনি। ২০১১-র ক্রিকেট বিশ্বকাপের সময়ও বিতর্কে জড়ান পুনম পাণ্ড। ভারতীয় দল বিশ্বকাপ জিতলে পোশাকহীন ভাবে ছবি পোস্ট করবেন বলে জানান এই মডেল-অভিনেত্রী।
নিউজ লাইট ৭১