১৭৭টি বিদ্যালয়ে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ
- আপডেট টাইম : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / 32
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হয়ে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণ করেন।
বিতরণকৃত সুরক্ষা-সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, ব্লিচিং পাউডার, হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, ড্রাম।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সহকারি শিক্ষা অফিসার আবু রায়হান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মঞ্জুরা রহমান প্রমুখ।
নিউজ লাইট ৭১