ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মন্ডলপাড়া জামে মসজিদের কাজ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 33

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী (মন্ডলপাড়া) গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদ যেন পাল্টে দিয়েছে গ্রামের চিত্র। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি অন্যান্য এলাকার মানুষদেরও নজর কাড়ছে। মসজিদটির দিকে তাকালে যেন চোখ জুড়িয়ে যায়। দৃষ্টিনন্দন এই মসজিদটি বাড়িয়ে দিয়েছে পুরো এলাকার সৌন্দর্য। নতুন মসজিদে আগ্রহ নিয়ে নামাজ আদায় করছেন গ্রামের মুসল্লিরা। এক সময় এই অবহেলিত গ্রামে ছোট আকারের একটি মসজিদ ছিল সেই মসজিদে শুক্রবারের দিন জামাতে সবাই একসঙ্গে নামাজ আদায়ের সময় দেখা দিত নানা সংকট। গ্রামবাসীদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো।

অবশেষে এই মসজিদ নির্মাণ হওয়ায় অনেক দিনের স্বপ্ন পূরণ হলো দক্ষিণ পলাশবাড়ী মন্ডলপাড়া গ্রামের মানুষের। প্রায় ১০ কাঠা জায়গার মধ্যে নির্মিত মসজিদটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আধুনিক জিনিসপত্র। সব চাইতে বেশি আকৃষ্ট করেছে  বড় মসজিদে  প্রবেশ করার গেটটি, যা দূর থেকে দেখলে যে কেউ মুগ্ধ হবে।

মসজিদটি সম্পর্কে আমিনুল ইসলাম (মাষ্টার) জানান, মসজিদের  দ্বিতীয় তলায় লাইটিংসহ কিছু কাজ বাকি রয়েছে, যা কিছু দিনে মধ্যে শেষ হবে। পাশাপাশি সামনের খালি জায়গায় ফুলের বাগানও গড়ে তোলা হবে।

নামাজ আদায় করতে আসা স্থানীয় বাসিন্দা আলহাজ্ব সাইফুল ইসলাম (মাস্টার) বলেন, মসজিদটি এলাকাকে যেন উজ্জ্বল করেছে। মহান আল্লাহ তালার অশেষ রহমতে ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা সকলে মিলে মসজিদের কাজ সম্পন্ন করেছি।

উল্লেখ্য, পুরুষের পাশাপাশি শুক্রবার মহিলাদের জন্য জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আলাদা ব্যবস্থা আছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মন্ডলপাড়া জামে মসজিদের কাজ সম্পন্ন

আপডেট টাইম : ০৬:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী (মন্ডলপাড়া) গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদ যেন পাল্টে দিয়েছে গ্রামের চিত্র। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি অন্যান্য এলাকার মানুষদেরও নজর কাড়ছে। মসজিদটির দিকে তাকালে যেন চোখ জুড়িয়ে যায়। দৃষ্টিনন্দন এই মসজিদটি বাড়িয়ে দিয়েছে পুরো এলাকার সৌন্দর্য। নতুন মসজিদে আগ্রহ নিয়ে নামাজ আদায় করছেন গ্রামের মুসল্লিরা। এক সময় এই অবহেলিত গ্রামে ছোট আকারের একটি মসজিদ ছিল সেই মসজিদে শুক্রবারের দিন জামাতে সবাই একসঙ্গে নামাজ আদায়ের সময় দেখা দিত নানা সংকট। গ্রামবাসীদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো।

অবশেষে এই মসজিদ নির্মাণ হওয়ায় অনেক দিনের স্বপ্ন পূরণ হলো দক্ষিণ পলাশবাড়ী মন্ডলপাড়া গ্রামের মানুষের। প্রায় ১০ কাঠা জায়গার মধ্যে নির্মিত মসজিদটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আধুনিক জিনিসপত্র। সব চাইতে বেশি আকৃষ্ট করেছে  বড় মসজিদে  প্রবেশ করার গেটটি, যা দূর থেকে দেখলে যে কেউ মুগ্ধ হবে।

মসজিদটি সম্পর্কে আমিনুল ইসলাম (মাষ্টার) জানান, মসজিদের  দ্বিতীয় তলায় লাইটিংসহ কিছু কাজ বাকি রয়েছে, যা কিছু দিনে মধ্যে শেষ হবে। পাশাপাশি সামনের খালি জায়গায় ফুলের বাগানও গড়ে তোলা হবে।

নামাজ আদায় করতে আসা স্থানীয় বাসিন্দা আলহাজ্ব সাইফুল ইসলাম (মাস্টার) বলেন, মসজিদটি এলাকাকে যেন উজ্জ্বল করেছে। মহান আল্লাহ তালার অশেষ রহমতে ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা সকলে মিলে মসজিদের কাজ সম্পন্ন করেছি।

উল্লেখ্য, পুরুষের পাশাপাশি শুক্রবার মহিলাদের জন্য জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আলাদা ব্যবস্থা আছে।

নিউজ লাইট ৭১