ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি
- আপডেট টাইম : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / 39
বরিশাল নগরীর সদর রোডস্থ বিবিএস ক্যাবলস নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল, পাঁচ মণ ওজনের একটি ভল্ট, নগদ ২৫ হাজার টাকা, ৩০ লাখ টাকার লিখিত ও ব্ল্যাংক চেক নিয়ে গেছে চোরেরা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাতে নগরীর সদর রোডে ওই চুরির ঘটনা ঘটে।
ওসি জানিয়েছেন, চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
বিবিএস ক্যাবলস এর নির্বাহী কর্মকর্তা (সেলস অ্যান্ড মার্কেটিং) বিশ্বজিৎ চন্দ্র কবিরাজ জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে তারা শো রুমটি বন্ধ করে চলে যান। বৃহষ্পতিবার সকালে ৯টায় অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও হিসাব শাখার শহিদুল ইসলাম শো-রুম খুলতে গিয়ে দেখেন শাটারে তালা নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতনদের জানানো হয়। পরে পুলিশ এসে শাটার তোলে। দেখেন সাড়ে ৩ শতাধিক বৈদ্যুতিক তারের কয়েল (বান্ডিল) উধাও। যেখানে ২ থেকে ২৭ হাজার টাকা দামের বিভিন্ন ধরনের তারের কয়েল ছিল।
বিবিএস ক্যাবলস বরিশালের ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ৮টি তালা ভেঙে এ চুরি হয়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।
বিবিএস ক্যাবলস বরিশালের ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ৮টি তালা ভেঙে এ চুরি হয়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।
হিসাব শাখার শহিদুল ইসলাম বলেন, শোরুমে থাকা প্রায় পাঁচ মণ ওজনের একটি ভল্ট ও তার ভেতরে থাকা নগদ ২৫ হাজার টাকার পাশাপাশি আনুমানিক ৩০ লাখ টাকার লিখিত ও ব্ল্যাংক চেক নিয়ে গেছে চোরেরা। আরও একটি লকারের তালা ভাঙ্গা ছিল। তবে স্টোর সুরক্ষিত আছে।
নিউজ লাইট ৭১