বরই চাষে ভাগ্য বদল
- আপডেট টাইম : ০৬:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / 30
জামালপুরে সরিষাবাড়ীর মালিপাড়া গ্রামে উন্নত জাতের বরই চাষ করে ভাগ্য বদলে গেল জহুরুল ইসলামের। মাত্র ২৩টি চারা লাগিয়েই তিনি লক্ষাধিক টাকা আয় করেন।
জহুরুল ইসলাম জানান, ১৩ শতাংশ কৃষি জমিতে করোনাকালীন সময়ে কাশ্মীরি নুরানি ও বলসুন্দরী রেড কুলের ২৩টি চারা লাগিয়েছিলেন। চাষ শুরুর পরে বাগানে ফল ধরেছে আশাতীত। দুই বছরে মাত্র ৫-৬ হাজার টাকা খরচ হয়েছে বাগানের জন্য। এখান থেকে প্রথম পর্যায়ে অর্ধ লক্ষাধিক টাকার মতো বরই বিক্রি করেছেন তিনি। তবে এবার সবগুলো গাছে ভালো ফলন হওয়ায় প্রায় দুই লক্ষ টাকার ফল বিক্রি করবেন বলে আশা করছেন জহুরুল ইসলাম। এসব বরই খেতে মিষ্টি এবং সুস্বাদু। বাজারে এর চাহিদাও রয়েছে প্রচুর।
তিনি আরও জানান, কাশ্মিরি নুরানি রেড বরইয়ের বাজারে বেশ চাহিদা রয়েছে। রোগবালাই ও খরচ কম হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে বড় আকারে বাগান করে বরই চাষ করবেন বলেও জানান জহুরুল ইসলাম।
জহুরুল ইসলাম বরই চাষ করে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পেয়েছেন। তার ভাগ্য বদল দেখে এলাকার অনেক বেকার যুবক বরই চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তারাও তাদের জমিতে এই ধরনের বরই বাগান করবেন বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিবছর কুলচাষি বাড়ছে। কোন কৃষক যদি কুল বাগান করতে চায় তাহলে তাকে উপজেলা কৃষি অধিদফতর থেকে তাকে সহযোগিতা করা হবে। কুল চাষাবাদ করে অনেকেই লাভবান হচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা।
উপজেলার অন্য কৃষকেরা এ ধরনের বরই বাগান করে নিজেদের ভাগ্য বদলাবেন এরকমটাই প্রত্যাশা উপজেলা কৃষি কর্মকর্তার।
নিউজ লাইট ৭১