ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার সিনেমায়ও নিয়মিত কাজ করেছেন ববি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • / 179

নিউজ লাইট ৭১ ডেস্ক: ‘খোঁজ দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজা বাবু’, ‘ব্ল্যাকমেইল’, ‘নোলক’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে ঢালিউডে জনপ্রিয়তা পেয়েছেন ববি। ছবিগুলোতে তার অভিনয় প্রশংসিতও হয়েছে। এ নায়িকা এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার সিনেমায়ও নিয়মিত কাজ করেছেন।

এরই ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে তার অভিনীত নতুন সিনেমা ‘রক্তমুখী নীলা’ মুক্তি পেয়েছে। কলকাতায় এটাই ছিলো তার প্রথম কাজ। আর এ সিনেমার মধ্য দিয়ে ওপার বাংলাতেও অভিষেক হয় তার।

ববি বলেন, গৎবাঁধা গল্পের বাইরের একটি সিনেমা এটি। ভারতের জয়দীপ মুখার্জির পরিচালনায় এ সিনেমায় আমার বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করেছেন। তিনি ওপার বাংলার অনেক মেধাবী একজন অভিনেতা।

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে ববির অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেলেও ববি সেখানে যেতে পারেননি। ছবিটি থেকে বেশ ভালো সাড়াও সেখানে থেকে পাচ্ছেন বলে জানিয়েছেন ববি।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মা বর্তমানে অস্ট্রেলিয়া আছেন। আমাকেও কয়েকদিনের জন্য সেখানে যেতে হবে। তাই এর মধ্যে আর কলকাতায় যাওয়া হয়নি। তবে ছবিটি মুক্তির পর খবর নিয়েছি।

প্রথম দিনের দর্শক সাড়ার খবর পেয়ে আমি সত্যিই আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রযোজক, পরিচালকসহ অনেকে ফোন করে আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন। দর্শকরা সিনেমাটি পছন্দ করছেন জেনে আমারও খুব ভালো লাগছে। ভালো গল্প ও চরিত্র পেলে ওপার বাংলাতেও কাজ করবেন বলে জানিয়েছেন ববি।

এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ ছবিটি সামনে মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী এসডি রুবেল।

সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ছবিটি নিয়ে ববি বলেন, এটি একেবারে অন্যরকম গল্পের একটি ছবি। কাজ করতে খুবই ভালো লেগেছে। ছবিটি দর্শকদের হূদয়ে নাড়া দেবে বলেই বিশ্বাস।

Tag :

শেয়ার করুন

এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার সিনেমায়ও নিয়মিত কাজ করেছেন ববি

আপডেট টাইম : ০৮:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক: ‘খোঁজ দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজা বাবু’, ‘ব্ল্যাকমেইল’, ‘নোলক’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে ঢালিউডে জনপ্রিয়তা পেয়েছেন ববি। ছবিগুলোতে তার অভিনয় প্রশংসিতও হয়েছে। এ নায়িকা এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার সিনেমায়ও নিয়মিত কাজ করেছেন।

এরই ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে তার অভিনীত নতুন সিনেমা ‘রক্তমুখী নীলা’ মুক্তি পেয়েছে। কলকাতায় এটাই ছিলো তার প্রথম কাজ। আর এ সিনেমার মধ্য দিয়ে ওপার বাংলাতেও অভিষেক হয় তার।

ববি বলেন, গৎবাঁধা গল্পের বাইরের একটি সিনেমা এটি। ভারতের জয়দীপ মুখার্জির পরিচালনায় এ সিনেমায় আমার বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করেছেন। তিনি ওপার বাংলার অনেক মেধাবী একজন অভিনেতা।

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে ববির অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেলেও ববি সেখানে যেতে পারেননি। ছবিটি থেকে বেশ ভালো সাড়াও সেখানে থেকে পাচ্ছেন বলে জানিয়েছেন ববি।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মা বর্তমানে অস্ট্রেলিয়া আছেন। আমাকেও কয়েকদিনের জন্য সেখানে যেতে হবে। তাই এর মধ্যে আর কলকাতায় যাওয়া হয়নি। তবে ছবিটি মুক্তির পর খবর নিয়েছি।

প্রথম দিনের দর্শক সাড়ার খবর পেয়ে আমি সত্যিই আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রযোজক, পরিচালকসহ অনেকে ফোন করে আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন। দর্শকরা সিনেমাটি পছন্দ করছেন জেনে আমারও খুব ভালো লাগছে। ভালো গল্প ও চরিত্র পেলে ওপার বাংলাতেও কাজ করবেন বলে জানিয়েছেন ববি।

এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ ছবিটি সামনে মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী এসডি রুবেল।

সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ছবিটি নিয়ে ববি বলেন, এটি একেবারে অন্যরকম গল্পের একটি ছবি। কাজ করতে খুবই ভালো লেগেছে। ছবিটি দর্শকদের হূদয়ে নাড়া দেবে বলেই বিশ্বাস।