মাদক বিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
- আপডেট টাইম : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 32
মিঠাপুকুর উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারাদণ্ড প্রাপ্ত মাদকসেবীরা হলেন, উপজেলার রানীপুকুর ও লতিবপুর এলাকার শাহজাদা (১৯), নুর হক (৪০), রুকুনুজ্জামান (২৮), ইউনুস আলী (৪৫) ও আইয়ুব আলী (৫৫)।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা নিউজ লাইট ৭১ কে বলেন, আটক ৫ ব্যক্তিকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদকসামগ্রী জব্দ করা হয়। আটক ৫ জনের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।
নিউজ লাইট ৭১