৩৫ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চের উদ্বোধন
- আপডেট টাইম : ০৫:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 30
মৌলভীবাজারের শিল্প সংস্কৃতিকে বেগবান করতে মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে ৩৫ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রেুয়ারি) দুপুরে শহরের কোর্ট রোডস্থ পৌরসভার সম্মুখে মঞ্চটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান।
মেয়র আরও জানান, এই মঞ্চটির অনুষ্ঠান প্রতি ৫শ’ টাকা ভাড়া নেয়া হবে।
জানা যায়, বর্তমান মেয়রের কাছে জেলার সংস্কৃতিকর্মীরা একটি উন্মুক্ত মঞ্চের দাবি রাখেন। সেই দাবির প্রেক্ষিতে জেলার সাংস্কৃতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার নির্মান কাজের উদ্বোধন করা হয়।
মেয়র জানান, পৌরসভার সম্মুখের পুকুরের পাড়ে মেয়র চত্বরের সম্মুখে একটি অত্যাধুনিক গেইট নির্মান করা হবে। এরপর ৩০ ফুট দৈর্ঘ্যের এবং ২০ ফুট প্রস্থের একটি উন্মুক্ত মঞ্চ হবে। মঞ্চের পেছনে ২০ ফুটের মতো দেয়াল নির্মান করা হবে। তার পাশে দুইটি গ্রীন রুম তৈরী হবে। মঞ্চের ফ্লোর হবে মাটির টাইলস দিয়ে। এছাড়া বৃষ্টির সময় যাতে অনুষ্ঠান করা যায় সে লক্ষে খুঁটির মাধ্যমে ত্রিপল টাঙানোর ব্যবস্থা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেনাপ সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, রিদম শিল্পী গোষ্ঠীর সৈয়দ সলমান আলী,মেলোডির তমাল ফেরদৌস, চ্যানেল এস এর খালেদ চৌধুরী, মনু থিয়েটারের আ স ম সালেহ সোহেল, জীবনচক্র থিয়েটারের আনোয়ার হোসেন দুলাল, পল্লীকন্ঠের মেহেদী হাসান প্রমুখ।
নিউজ লাইট ৭১