পাহাড় কেটে কৃষি জমি ভরাট
- আপডেট টাইম : ০৪:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 34
রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশ অমান্য করে রাউজানের ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যোগেস ধরের বাড়ীর সামনে কৃষি জমি রাতের আধারে পাহাড়ী এলাকা থেকে মাটি এনে কৃষি জমি ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষি জমি ভারাট করার পাশাপাশি যোগেস ধরের বাড়ীর সড়কের মধ্যে দিয়ে পানি চলাচলের কার্লভাট মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।
রাউজানের ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জগ্ননাথ হাটের পূর্বপাশে যোগেস ধরের বাড়ীর সামনে কৃষি জমি ভরাট ও পানি নিষ্কাশনের নালা ভরাট করার সংবাদ পেয়ে ২-নং ডাবুয়া ইউনিয়নের পরিষদের ২-নং ওয়ার্ডের মেম্বার মিটু শীল কৃষি জমিতে মাটি ভরাট বন্ধ করে দেয়।
স্থানীয় মেম্বার মিটু শীল নিউজ লাইট ৭১ কে বলেন, রাউজানে কোনো কৃষি জমি ভরাট ও পানি নিষ্কাশনের জায়গা ভরাট করার সংবাদ পেয়ে আমি উপস্থিত হয়ে কৃষি জমির মাটি ভরাট বন্ধ করে দিয়েছি। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনা রয়েছে রাউজানে কোনো কৃষি জমি মাটি ভরাট করা যাবে না। কেনা কৃষি জমি ভরাট ও খনন করতে হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ থেকে অনুমতি নিতে হয়। জমি ভরাটকারী পিনাকী ধর কোনো অনুমতি না নিয়ে কৃষি জমি মাটি ভরাট করছে।
এ ব্যাপারে কৃষি জমি ভরাট কারী বাসুদেব ধর ও তার ভাই পিনাকি ধর নিউজ লাইট ৭১ কে বলেন, আমাদের বাড়ীর পাশ্বর্বর্তী আমাদের বংশধরের কাছ থেকে জমি ক্রয় করে চন্দন নামের এক ব্যক্তি ডেইরী ফার্ম গড়ে তোলে। ডেইরী ফার্মের বর্জ্য এসে আমাদের বাড়ীর সামনে কৃষি জমিতে এসে পড়ে। কৃষি জমিটি চাষাবাদের অনুপযোগি হয়ে পড়েছে। আমরা ঢাকায় থাকি। আমাদের বাড়ীর সামনে পরিত্যক্ত কৃষি জমিটি এলাকার এক লোক মোহাম্মদ আলীকে মাটি ভরাট করে দিতে বললে মোহাম্মদ আলী টাকার বিণিময়ে মাটি ভরাট করার সময়ে স্থানীয় মেম্বার মিটু শীল বাঁধা দেয়।
এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে কোনো কৃষি জমি ভরাট ও খনন করা যাবে না। কোনো কৃষি জমি ভরাট ও খনন করতে হলে তা অনুমতি নিয়ে করতে হয়। ডাবুয়ায় কৃষি জমি ভরাট করার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
নিউজ লাইট ৭১