গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
- আপডেট টাইম : ০৪:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 31
ফরিদপুরের চরভদ্রাসনে গাছের নিচে পড়ে নওয়াব আলী শিকদার (৮২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের মৃত গণি শিকদারের ছেলে।
সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার আরেক ভাই দ্রুত সরে গিয়ে প্রাণে বেঁচে যায়।
জানাগেছে, রোববার সকালে তিনি চরভদ্রাসন বাজারে বাজার করতে যান। বাজার শেষে রিকশায় প্রতিবেশি আলীর বাড়ীর সামনে এসে নেমে একটি আমগাছের নিচে দাঁড়ান। গত ক’দিন আগে প্রতিবেশী আলী শিকদার বসতভিটের একটি ভারী চাম্বুল গাছ পার্শ্ববতী বালিয়া ডাঙ্গী গ্রামের কাঠ ব্যবসায়ী জলিল মুন্সীর নিকট ১৫ হাজার টাকা দরে বিক্রি করেন। চাম্বলগাছটি কাটা হচ্ছিল। একপর্যায়ে গাছটি পাশের আমগাছের ওপর গিয়ে পড়ে। গাছটির নিচে চাপা পড়েন নওয়াব আলী শিকদার। তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ননী গোপাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিয়ারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ লাইট ৭১