মালয়েশিয়ান আদালতের নিষেধাজ্ঞা
- আপডেট টাইম : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 26
বাংলাদেশের সাবেক হাইকমিশনার খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিলো মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আদালত।
এর আগে মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামানকে গত বুধবার দেশটির সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকা থেকে গ্রেপ্তার করে অভিবাসন পুলিশ।
তাকে গ্রেপ্তারের পর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদিন বৃহস্পতিবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টারকে জানিয়েছিলেন, একটি অভিযোগ থাকায় খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তার দেশের একটি অনুরোধও রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে বাংলাদেশ হাই কমিশনকে বুধবারই চিঠি দিয়ে জানায়, অভিবাসন সংক্রান্ত আইন লংঘনের জন্য খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের আগস্ট পর্যন্ত মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসার জন্য বলা হয়। দেশে ফিরে আসা ঝুঁকি মনে করে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান।
এক যুগের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করে আসা অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামানের বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর খায়রুজ্জামানের আইনজীবী এ এস ডালিওয়াল অবিলম্বে তার মুক্তি দাবি করে মালয়েশিয়া কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছিলেন।
সেই নোটিশে আইনজীবী এ এস ডালিওয়াল বলেন, মোহাম্মদ খায়রুজ্জামান (UNHCR নং 354-10C02267) নামে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কোনো বৈধ কারণ ছাড়াই আটক করেছে। ইউএনএইচসিআর কার্ডধারী হিসেবে খায়রুজ্জামানের মালয়েশিয়ায় থাকার অধিকার রয়েছে।
নিউজ লাইট ৭১