অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট টাইম : ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 28
চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে তার জন্মস্থান পিরোজপুরের জনগণ।
মঙ্গলবার সকালে পিরোজপুর সদরের পৌর শহরের টাউনক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আহসান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক চন্দ্রশেখর হালদার, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ দাস, সাংবাদিক নেতা মেহেদী হাসান সোহাগ, যুবলীগ নেতা নাসিরউদ্দিন সিকদার (সাগর), পৌর যুবলীগ নেতা মো. ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী শেখ আসাদুজ্জামান (আসাদ) সাংবাদিক যোবায়ের-আল মামুন, সাংবাদিক মো. নুরউদ্দিন শেখ এমিনেন্ট বয়েজের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ -প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আমরা পিরোজপুরবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ জন্য যে পিরোজপুর থেকে জনৈক হিন্দু পরিবারকে ঢাকায় নিয়ে একটি কাল্পনিক অভিযোগে মানববন্ধন করে জায়েদ বিরোধী একটি চক্র। প্রকৃতপক্ষে ওই পরিবারটির সাথে জায়েদের কোন বাড়ি বা ক্লিনিক নিয়ে কোন বিরোধ নাই। আমরা মনে করি এটি জায়েদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষরা কাল্পনিক নাটক সাজিয়েছে।
উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি জায়েদ খানের বিরুদ্ধে বাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগ তুলে ঢাকায় মানববন্ধন করে পিরোজপুরের একটি হিন্দু পরিবার।
নিউজ লাইট ৭১