শিরোনাম :
ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / 29
বরগুনায় পৃথক দুই অভিযানে ১২শ ৭৫ পিস ইয়াবসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি সূত্র জানা যায়, সোমবার ভোর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ আবিদুর রহমানের নেতৃত্বে বেতাগী উপজেলার পৌর শহরের কিসমত ভোলানাথপুর এলাকা থেকে প্রথমে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হাওলাদারকে আটক করা হয়। পরে তার কথা মতে আব্দুর রব ও জসিমকে ১২শ ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। যার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
ডিবির অফিসার ইনর্চাজ আবিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে একটি মহল ইয়াবা ট্যাবলেট বিক্রি করে সেখানে আমরা পিথক ২ টি অভিযান পরিচালনা করে হাতেনাতে ১২শ ৭৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। পরে নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও তাদের নামে মাদক মামলা রয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :