মধু বিক্রেতা মুক্তিযোদ্ধা মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন
- আপডেট টাইম : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / 33
বরিশাল জেলা প্রশাসকের নজরে আসায় অবশেষে স্বাধীনতার ৫০ বছর পর মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন বরিশালে ফেরি করে মধু বিক্রেতা সেই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। এই বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে অর্থ সহায়তা দিয়েছেন। এ ছাড়া জমি ও ঘর দিতেও কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেন না। তার মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে ঘর বরাদ্দ রয়েছে। সেই ঘরগুলো অনেক বেশি উন্নতমানের।
জেলা প্রশাসক আরও বলেন, বিভিন্ন মাধ্যমে জেনেছি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু অর্থনৈতিকভাবে অসচ্ছল। প্রাথমিকভাবে তাকে অর্থ সহায়তা করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা যেন অনাহারে, অর্ধাহারে, কষ্টে না থাকেন। যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, যাদের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের কাছে আমাদের দায় আছে। আমরা বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো কষ্টে বা প্রয়োজনে সব সময়ে পাশে আছি।
জেলা প্রশাসক বলেন, আনোয়ার হোসেন আনু যেন ঘর ও জমি পান সেই ব্যবস্থা গ্রহণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি। যেকোনো কারণেই হোক তিনি (আনোয়ার) মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেন পরবর্তী তালিকায় তার নাম আসে। এছাড়া আনোয়ার হোসেন আনুকে সব ধরনের সহায়তায় জেলা প্রশাসন পাশে থাকবে।
প্রসঙ্গত, প্রকৃত একজন মুক্তিযোদ্ধা হয়েও সাবেক জেলা কমান্ডারদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় রাষ্ট্রীয় স্বীকৃতি বঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু দীর্ঘদিন থেকে নগরীর রূপাতলী এলাকায় ফেরি করে মধু বিক্রি করে আসছিলেন। অভাবের সংসারে তার স্ত্রীও ঝিয়ের কাজ করেন। বিভিন্ন মাধ্যমে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বিষয়টি জানতে পেরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুকে অর্থ সহায়তা ও ঘর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
নিউজ লাইট ৭১