খাবারের মাধ্যমে অজ্ঞান করে সব ছিনিয়ে নিতো শামীম
- আপডেট টাইম : ০৫:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / 28
কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বাসে চলাচলরত যাত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরী করতো। এরপর বিষাক্ত খাবার এবং ঔষধ খাওয়ানোর মাধ্যমে অজ্ঞান করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করতো চক্রটি।
এমন একটি সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্রের মূলহোতা মো. শামীম খান (৩৮) আটক করেছে র্যাব-৩।
সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক।
গ্রেপ্তারদের কাছ থেকে ১টি ক্যামেরা, ১ টি কোমল পানীয় (স্পীড), ১১১ টি বিভিন্ন প্রকার চকলেট, ১ টি মোবাইলফোন এবং ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা হক জানান, সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বাসযাত্রী, পথচারী, রিক্সা আরোহী এবং সিএনজির যাত্রীদের সাথে বন্ধুত্ব তৈরী করে চেতনানাশক ঔষধ মেশানো জুস ও কোমল পানিও পান করায়।
এরপর বিভিন্ন কোম্পানীর দামী ও আকর্শনীয় চকলেটে নেশা জাতীয় ঔষধ মিশিয়ে খাওয়ানোর মাধ্যমে অজ্ঞান করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে মর্মে স্বীকার করে।
গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আগেও ৬ টি মামলা রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
নিউজ লাইট ৭১