ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় ৫ কিশোরকে ২ বছর করে কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • / 33

বরগুনায় এক স্কুল ছাত্রীর ছবির সঙ্গে নগ্ন ছবি যুক্ত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় পর্ণোগ্রাফি আইনে ৫ জন কিশোরকে প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো-বরগুনা জেলার তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন(১৫), ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ (১৬), বাবুলের ছেলে বিপ্লব (১৬) কেশবের ছেলে অভিজাত কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে বেল্লাল (১৬)। দণ্ডিত কিশোরা এসময় আদালতের কাঠগড়ায় উপস্হিত ছিলেন।

জানা যায়, একই উপজেলার সুনিল বিশ্বাসের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ওই আসামীরা পথে ঘাটে উত্যক্ত করে। মেয়েটি প্রতিবাদ করলে আসামী বিপ্লব কৌশলে স্কুল ছাত্রীর ছবি তুলে নেয়। পরে স্কুল ছাত্রীর ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সেই ছবি সামাজিক যোগাযোগে প্রচার করে। বাদী দেখতে পেয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারী তালতলী থানায় মামলা করে। তদন্তকারী কর্মকর্তা মো: নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ৫ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

আসামী পক্ষের আইনজীবী মো: নিজাম উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপীল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর হলেও এখন তারা বয়স্ক। কিশোররা জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল। আদালত যথাযথ রায় দিয়েছেন। রায় রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বরগুনায় ৫ কিশোরকে ২ বছর করে কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

বরগুনায় এক স্কুল ছাত্রীর ছবির সঙ্গে নগ্ন ছবি যুক্ত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় পর্ণোগ্রাফি আইনে ৫ জন কিশোরকে প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো-বরগুনা জেলার তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন(১৫), ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ (১৬), বাবুলের ছেলে বিপ্লব (১৬) কেশবের ছেলে অভিজাত কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে বেল্লাল (১৬)। দণ্ডিত কিশোরা এসময় আদালতের কাঠগড়ায় উপস্হিত ছিলেন।

জানা যায়, একই উপজেলার সুনিল বিশ্বাসের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ওই আসামীরা পথে ঘাটে উত্যক্ত করে। মেয়েটি প্রতিবাদ করলে আসামী বিপ্লব কৌশলে স্কুল ছাত্রীর ছবি তুলে নেয়। পরে স্কুল ছাত্রীর ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সেই ছবি সামাজিক যোগাযোগে প্রচার করে। বাদী দেখতে পেয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারী তালতলী থানায় মামলা করে। তদন্তকারী কর্মকর্তা মো: নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ৫ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

আসামী পক্ষের আইনজীবী মো: নিজাম উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপীল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর হলেও এখন তারা বয়স্ক। কিশোররা জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল। আদালত যথাযথ রায় দিয়েছেন। রায় রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।

নিউজ লাইট ৭১