ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অবশেষে পাস হয়েছে।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
  • / 103

নিউজ লাইট ৭১ ডেস্ক: ভারতের লোকসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অবশেষে পাস হয়েছে। লোকসভায় বিলটি উত্থারপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে দীর্ঘক্ষণ বাগবিতন্ডা চলে সংসদে।

প্রতিবেশী তিন দেশ থেকে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার এ বিল নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। বিলটিতে মুসলিম ছাড়া অন্য ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) নিম্নকক্ষ লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করেন। এ নিয়ে টানা ৯০ মিনিট বিতর্ক চলে লোকসভায়। পরে ২৯৩-৮২ ভোটের ব্যবধানে এটি পাস হয়।

পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অনুমোদন পেলেই বিলটি পাস হয়ে আইনে পরিণত হবে।

এর আগে বিলটির বিরোধিতায় ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করে কংগ্রেস। আর ধর্মের ভিত্তিতে কোনও ভেদাভেদ হবে না মত প্রকাশ করে তৃণমূল।

বিরোধীদের পাল্টা আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘১৫ নং ধারা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারোর অধিকার লঙ্ঘন হবে না। ধর্মের নামে ভেদাভেদ নয়। কংগ্রেস ধর্মের ভিত্তিতে বিভেদ করেছে।’

নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসির বিরোধিতায় উত্তাল দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। অসমে ইতোমধ্যেই এনআরসি তালিকা হয়েছে। জাতীয় নাগরিক পঞ্জি থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ নাম। এর মধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রস্তাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিলটি বাতিলের দাবিতে অসমে ধর্মঘটের ডাক দিয়েছে দু’টি সংগঠন। তার জেরে মিশ্র প্রভাব পড়েছে গুয়াহাটিতে। বিল বাতিলের দাবিতে মিছিল করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে আগরতলাতেও।

Tag :

শেয়ার করুন

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অবশেষে পাস হয়েছে।

আপডেট টাইম : ০৯:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক: ভারতের লোকসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অবশেষে পাস হয়েছে। লোকসভায় বিলটি উত্থারপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে দীর্ঘক্ষণ বাগবিতন্ডা চলে সংসদে।

প্রতিবেশী তিন দেশ থেকে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার এ বিল নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। বিলটিতে মুসলিম ছাড়া অন্য ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) নিম্নকক্ষ লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করেন। এ নিয়ে টানা ৯০ মিনিট বিতর্ক চলে লোকসভায়। পরে ২৯৩-৮২ ভোটের ব্যবধানে এটি পাস হয়।

পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অনুমোদন পেলেই বিলটি পাস হয়ে আইনে পরিণত হবে।

এর আগে বিলটির বিরোধিতায় ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করে কংগ্রেস। আর ধর্মের ভিত্তিতে কোনও ভেদাভেদ হবে না মত প্রকাশ করে তৃণমূল।

বিরোধীদের পাল্টা আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘১৫ নং ধারা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারোর অধিকার লঙ্ঘন হবে না। ধর্মের নামে ভেদাভেদ নয়। কংগ্রেস ধর্মের ভিত্তিতে বিভেদ করেছে।’

নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসির বিরোধিতায় উত্তাল দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। অসমে ইতোমধ্যেই এনআরসি তালিকা হয়েছে। জাতীয় নাগরিক পঞ্জি থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ নাম। এর মধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রস্তাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিলটি বাতিলের দাবিতে অসমে ধর্মঘটের ডাক দিয়েছে দু’টি সংগঠন। তার জেরে মিশ্র প্রভাব পড়েছে গুয়াহাটিতে। বিল বাতিলের দাবিতে মিছিল করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে আগরতলাতেও।