ভাসমান মানুষদের টিকার আওতায় আনা হবে
- আপডেট টাইম : ০৫:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / 30
ভাসমান মানুষদের টিকার আওতায় আনা হবে। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, যেহেতু জনসনের টিকা এক ডোজ দিলেই হয়। তাই ভাসমানদের এই টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে কোভ্যাক্স থেকে পাওয়া তিন লাখ ৩৬ হাজার টিকা ব্যবহার করা হবে।
রবিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত ১৫ কোটি ৭০ লাখ টিকা দেওয়া হয়েছে। টিকার আওতায় এসেছে ৯ কোটি ৭০ লাখ মানুষ। তাদের মধ্যে ৬ কোটির বেশি মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। আশা করছি, ৭ ফেব্রুয়ারির মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। এছাড়া স্কুলের শিক্ষার্থীদের এক কোটি ৪০ লাখ টিকা দেওয়া হয়েছে।
সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে ইউনিসেফের পক্ষ থেকে স্কুল খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে, এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে চায়। এটি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে।
টিকার বয়সসীমা পাঁচ বছর করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বয়সসীমা পাঁচে নামানোর ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাপ হয়েছে। তারা পর্যালোচনা করে জানাবে। তাদের বার্তা পেলে টিকার বয়সসীমা পাঁচ বছরে নামিয়ে আনা হবে।
নিউজ লাইট ৭১