নকল জর্দা প্রস্তুত করায় জরিমানা
- আপডেট টাইম : ০৪:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / 30
নকল ঢাকা জর্দা প্রস্তুত করায় বরিশাল নগরীর একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি নগরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকার মেহেন্দিগঞ্জ দধি ঘরে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকিমূলক অভিযান পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়। অভিযান চলাকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ সোয়েবের নেতৃত্বে নগরের দপ্তর খানা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১০ এপিবিএন বরিশালের একটি টিম সহায়তা করেছে।
শাহ সোয়েব বলেন, দপ্তরখানা এলাকার দুলাল কেমিক্যাল ওয়ার্কস এ অভিযান চালিয়ে নকল ‘ঢাকা জর্দা’ প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। সেখানে নকল মোড়ক ও কৌটাসহ নকল জর্দা প্রস্তুতে ব্যবহৃত সবকিছুই পেয়েছি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নিউজ লাইট ৭১