ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের হার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / 25

ছবি- আইসিসি

যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে বাংলাদেশের যুবারা জিতেছিল প্রথম বৈশ্বিক শিরোপা। আকবর আলীরা উড়িয়েছিল বিজয়ের পতাকা। কিন্তু দুই বছর পর সেই ভারতের কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন তকমা ধরে রাখার সম্ভাবনা মুছে গেল যুবারা।

শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ হেরেছে আইচ মোল্লারা। ১১২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

দ্বিতীয় ইনিংসের ৩০.৫ ওভারে রাকিবুল হাসানের বলে ছক্কা হাঁকান কৌশল তাম্বে। ৫ উইকেট এবং ১১৫ বল বাকি থাকতেই ১১৭ রান করে ফেলে ভারত। যশ ধুল ২৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ১৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন কৌশল তাম্বে। রিপন মণ্ডল একাই ৪ উইকেট নিয়েছেন।

এর আগে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক যশ ধুল। দলের বোলাররা তার এই সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেছেন। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে শেষ, পুরোটায় তারা ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের।

ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৩ রানে ওপেনার মাহফিজুলকে ফেরান রবি কুমার। বাংলাদেশের পুরো ইনিংসের চিত্রও যেন নির্ধারিত হয়ে গেছে সেই আউটেই। ১৪ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশের তিন ব্যাটসম্যানের একজনও ছুঁতে পারেনি দুই অংকের ঘর।

চারে নামা আইচ মোল্লা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ৪৮ বলে ১৭ রান করা আইচ ফিরেছেন রানআউটের শিকার হয়ে। এরপর আবারও সেই ধ্বস। ৩৭ রানে ৪ উইকেট হারানোর পর সেখান থেকে ৫৬ রানে যেতেই আবার নেই আরও ৩ উইকেট।

৭ উইকেট হারানোর পর আট আর নয় নাম্বারে নামা মেহরাব আর আশিকুর জামান মিলে বাংলাদেশের স্কোরকে তিন অংকের ঘরে নিয়ে যান। ঠিক ৫০ রানের জুটি গড়ার পর দলের ১০৬ রানে গিয়ে আউট হন মেহরাব। তার ব্যাটে ৪৮ বলে ৩০ রান আসে। এরপর আর টিকে থাকতে পারেননি আশিকুরও। সঙ্গী হারানোর তিন বলের মাথাতেই ২৯ বলে ১৬ রান করে আউট হন মেহরাব।

বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসাবে ৩৭.১ ওভারে ৭ বলে ২ রান করা তানজিম হাসান সাকিব আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১০ উইকেটে ১১১।

এই ম্যাচের জয়ী ভারতের জন্য সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষমান রয়েছে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী অস্ট্রেলিয়া।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের হার

আপডেট টাইম : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে বাংলাদেশের যুবারা জিতেছিল প্রথম বৈশ্বিক শিরোপা। আকবর আলীরা উড়িয়েছিল বিজয়ের পতাকা। কিন্তু দুই বছর পর সেই ভারতের কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন তকমা ধরে রাখার সম্ভাবনা মুছে গেল যুবারা।

শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ হেরেছে আইচ মোল্লারা। ১১২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

দ্বিতীয় ইনিংসের ৩০.৫ ওভারে রাকিবুল হাসানের বলে ছক্কা হাঁকান কৌশল তাম্বে। ৫ উইকেট এবং ১১৫ বল বাকি থাকতেই ১১৭ রান করে ফেলে ভারত। যশ ধুল ২৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ১৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন কৌশল তাম্বে। রিপন মণ্ডল একাই ৪ উইকেট নিয়েছেন।

এর আগে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক যশ ধুল। দলের বোলাররা তার এই সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেছেন। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে শেষ, পুরোটায় তারা ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের।

ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৩ রানে ওপেনার মাহফিজুলকে ফেরান রবি কুমার। বাংলাদেশের পুরো ইনিংসের চিত্রও যেন নির্ধারিত হয়ে গেছে সেই আউটেই। ১৪ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশের তিন ব্যাটসম্যানের একজনও ছুঁতে পারেনি দুই অংকের ঘর।

চারে নামা আইচ মোল্লা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ৪৮ বলে ১৭ রান করা আইচ ফিরেছেন রানআউটের শিকার হয়ে। এরপর আবারও সেই ধ্বস। ৩৭ রানে ৪ উইকেট হারানোর পর সেখান থেকে ৫৬ রানে যেতেই আবার নেই আরও ৩ উইকেট।

৭ উইকেট হারানোর পর আট আর নয় নাম্বারে নামা মেহরাব আর আশিকুর জামান মিলে বাংলাদেশের স্কোরকে তিন অংকের ঘরে নিয়ে যান। ঠিক ৫০ রানের জুটি গড়ার পর দলের ১০৬ রানে গিয়ে আউট হন মেহরাব। তার ব্যাটে ৪৮ বলে ৩০ রান আসে। এরপর আর টিকে থাকতে পারেননি আশিকুরও। সঙ্গী হারানোর তিন বলের মাথাতেই ২৯ বলে ১৬ রান করে আউট হন মেহরাব।

বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসাবে ৩৭.১ ওভারে ৭ বলে ২ রান করা তানজিম হাসান সাকিব আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১০ উইকেটে ১১১।

এই ম্যাচের জয়ী ভারতের জন্য সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষমান রয়েছে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী অস্ট্রেলিয়া।

নিউজ লাইট ৭১