ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সভাপতি মিশা সওদাগর
- আপডেট টাইম : ০৩:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / 29
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সভাপতি মিশা সওদাগর।
গত দুই মেয়াদে টানা শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন ঢালিউডের শীর্ষ খলনায়ক মিশা সওদাগর। এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে গেছেন ৫৩ ভোটের ব্যবধানে।
হারের পর অবশ্য কোনো ক্ষোভ না রেখে প্রতিপক্ষ কাঞ্চনকে শুভেচ্ছাই জানিয়েছেন সাবেক এই সভাপতি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর শনিবার দুপরে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া জায়েদ খানের ছবিসহ এক ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানান মিশা।
এদিকে জায়েদ-মিশা প্যানেল থেকে সভাপতি পদে মিশা হেরে গেলেও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জিতেছেন কাঞ্চন-নিপুণ পরিষদের নিপুনের বিরুদ্ধে। এই নিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জায়েদ।
এদিকে শুক্রবার রাতে ফলাফল ঘোষণার পরেই মিশার উদ্দেশ্যে নিজের ‘মন খারাপের’ কথা জানিয়ে জায়েদ খান বলেন, “এবার তাকে মিস করব আমি।”
নিউজ লাইট ৭১