ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • / 31

মানবপাচারকারী চক্রের হাতে ২৬ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে লিবিয়া। দীর্ঘদিনের তদন্তে বর্বরোচিত ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে লিবীয় অপরাধ তদন্ত বিভাগ।

লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, আজিজিয়া অপরাধ তদন্ত ইউনিটের সহযোগিতা নিয়ে ত্রিপোলির দক্ষিণাঞ্চল থেকে বিপজ্জনক পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত নয়টি অভিযোগ রয়েছে।

২০২০ সালের মে মাসে লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। নিহত বাকি চারজন আফ্রিকান নাগরিক। সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরের এ ঘটনায় আরও ১১ জন আহত হন। অবশ্য লিবিয়া অবজার্ভারের খবরে ২২ বাংলাদেশি নিহত হওয়ার কথা বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে একপর্যায়ে চক্রের সদস্যদের সঙ্গে মারামারি হয় অভিবাসীদের। এতে এক মানবপাচারকারী মারা যায়। তার প্রতিশোধ নিতে সেই পাচারকারীর পরিবারের লোকজন অভিবাসীদের দিকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ২৬ জন প্রাণ হারান। -লিবিয়া অবজার্ভার

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

মানবপাচারকারী চক্রের হাতে ২৬ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে লিবিয়া। দীর্ঘদিনের তদন্তে বর্বরোচিত ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে লিবীয় অপরাধ তদন্ত বিভাগ।

লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, আজিজিয়া অপরাধ তদন্ত ইউনিটের সহযোগিতা নিয়ে ত্রিপোলির দক্ষিণাঞ্চল থেকে বিপজ্জনক পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত নয়টি অভিযোগ রয়েছে।

২০২০ সালের মে মাসে লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। নিহত বাকি চারজন আফ্রিকান নাগরিক। সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরের এ ঘটনায় আরও ১১ জন আহত হন। অবশ্য লিবিয়া অবজার্ভারের খবরে ২২ বাংলাদেশি নিহত হওয়ার কথা বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে একপর্যায়ে চক্রের সদস্যদের সঙ্গে মারামারি হয় অভিবাসীদের। এতে এক মানবপাচারকারী মারা যায়। তার প্রতিশোধ নিতে সেই পাচারকারীর পরিবারের লোকজন অভিবাসীদের দিকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ২৬ জন প্রাণ হারান। -লিবিয়া অবজার্ভার

নিউজ লাইট ৭১