ফুটপাতে চাঁদাবাজি গ্রেফতার ২
- আপডেট টাইম : ০২:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / 31
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটপাতে চাঁদাবাজির সময় দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মো. জামাল হোসেন (৪০) এবং মো. সেলিম হোসেন (৩৩)’কে গ্রেফতার করে র্যাব। পূর্বে একাধিকবার র্যাব ও পুলিশের হাতে একই অপরাধে এই চক্রের মূল হোতা রিপন ও জামাল গ্রেফতার হয়েছিল। জামিনে এসে তারা আবারও চাঁদাবাজি শুরু করে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ চিটাগাংরোড এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান-মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
নিউজ লাইট ৭১