করোনার থাবা বিপিএল শুরুর আগে
- আপডেট টাইম : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / 26
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হবে আগামী ২১ জানুয়ারি । সেটিকে সামনে রেখে অনুশীলনও শুরু করেছে বেশ কয়েকটি দল। তবে ক্রিকেট প্রেমী মানুষের জন্য বাজে সংবাদ হলো বিপিএল শুরুর আগেই জৌলুস হারিয়েছে অনেকটা। করোনাভাইরাসের নতুন সংক্রমণ ওমিক্রনের প্রভাব দিনকে দিন বাড়ছে। যেটি এবার প্রভাব বিস্তার করলো বিপিএলেও।
প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে যাওয়া ৪-৫ জন ক্রিকেটারের শরীরে মিললো করোনার উপসর্গ। আজ আবারো করানো হবে ক্রিকেটারদের করেনা পরীক্ষা। তবে কে বা কারা আক্রান্ত হয়েছেন, কতজন আক্রান্ত হয়েছেন বিষয়গুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে যেসব খেলোয়রের শরীরে করোনায় উপস্থিতি পাওয়া যাবে তাদেরকে হোটেলে উঠতে দেওয়া হবে না। যার ফলে সেসব প্লেয়ারদের আপাতত থাকতে হবে দলের বাইরে। আক্রান্তদের জন্যে টোকিও অলিম্পিকের প্রটোকল ফলো করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে উপসর্গ না থাকলে ১০ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চললে দলের সাথে যোগ দিতে পারবে।
অষ্টম আসরটি ২১ জানুয়ারি শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।
নিউজ লাইট ৭১