শিরোনাম :
মাদক কারবারির ১০ বছরের জেল
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / 37
যশোরে মাদক মামলায় জুয়েল মিয়া নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা ও জরিামানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা ও খুলনার তেরখাদা উপজেলার মৃত অদুদ মিয়ার ছেলে। সাজা ঘোষণার সময় আসামি জুয়েল মিয়া আদালতে হাজির ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটার এম ইদ্রিস আলী।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ভোর সোয়া ৫টার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার সাদিপুর গ্রাম থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ জুয়েল মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় পোর্ট থানার এসআই সৈয়দ মাসনুন ইসলাম বাদী হয়ে মামলা করেন।
নিউজ লাইট ৭১
Tag :