শিরোনাম :
চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০২:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / 32
চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ দিকে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আকাশে মেঘ দেখা যাবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পর তাপমাত্রা আবারও কমে যাবে। এর কারণে শীত বাড়বে।
তিনি আরও বলেন, বৃষ্টির পরে সারাদেশে না হলেও দু-এক জায়গায় শৈত্যপ্রবাহ বইতে পারে।
বর্তমানে দেশের তাপমাত্রা ১২ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলেও জানান কামাল মল্লিক।
নিউজ লাইট ৭১
Tag :