শিরোনাম :
মালদ্বীপ দূতাবাসে পাসপোর্ট ও ভিসা সেবা সেবার জটিলতা নিরসন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০২:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / 37
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের অফিসে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম পুনরায় চালু হয়েছে। ফলে পাসপোর্ট ও ভিসা সেবা সেবার জটিলতা নিরসন হলো।
রোববার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোষ্টে এই তথ্য জানানো হয়েছে।
তাতে জানানো হয়, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার অফিসের পাসপোর্ট সার্ভারের আনুষঙ্গিক সিস্টেমের যান্ত্রিক ত্রুটি নিরসন হয়েছে এবং পুনরায় পাসপোর্ট ও ভিসা সেবা চালু হয়েছে।
এছাড়া এরইমধ্যে (১৯ ডিসেম্বর ২০২১ তারিখের পর) যারা নতুন পাসপোর্ট ডেলিভারি নিয়েছেন, তারা তাদের নতুন পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশন থেকে ইস্যুয়েন্স করিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর থেকে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সেবা বন্ধ ছিল।
নিউজ লাইট ৭১
Tag :