সালমান খানের ডান হাতে সব সময়ই দেখা যায় একটি ব্রেসলেট
- আপডেট টাইম : ০১:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / 24
বলিউড ভাইজান সালমান খানের ডান হাতে সব সময়ই দেখা যায় একটি ব্রেসলেট। তা ফিল্মের পর্দায় হোক বা টেলিভিশনে শোয়ে সঞ্চালনার কাজেই অথবা ঘরোয়া আড্ডায়। একমাত্র ফিল্মের চরিত্রের প্রয়োজনে কখনওসখনও সেই ব্রেসলেটটি হাতছাড়া করতে বাধ্য হন তিনি। না হলে দিনরাত নাকি তিনি সেটি পরেই থাকেন!
ডান কব্জি ছা়ড়িয়ে প্রায় হাত খুলে বেরিয়ে যাওয়া সালমানের ওই ব্রেসলেটি কেন তার সব সময়ের সঙ্গী? খোলসা করেছেন খোদ সালমান খান।
১৯৮৮ সালে জে কে বিহারির ফিল্ম ‘বিবি হো তো অ্যাইসি’-তে সহ-অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক হয়েছিল সালমানের। তার পর বলিউডে তিরিশ বছরেরও বেশি পার করে ফেলেছেন চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে।
এই কয়েক দশকে সালমান খান যে স্বয়ং একটি ‘ব্র্যান্ড’-এ পরিণত হয়েছেন, তা তার অতি বড় বিরোধীও মানবেন। ফলে সালমানের ফিল্ম তো বটেই, তার ব্যক্তিজীবনও আতশকাচের তলায়।
এমনকি, তিনি কোন পার্টিতে কী পোশাকে এলেন বা হেয়ারস্টাইল বদলালেন কি না, তা নিয়ে ‘পেজ থ্রি’-র পাতা জমজমাট থাকে। তবে সালমান খান ডান হাতের ব্রেসলেট নিয়ে দীর্ঘ দিন বিশেষ কিছু জানা যায়নি।
কেন ব্রেসলেট পরেন সালমান খান? তিনি বহু ভক্তের কাছে তা অজানা থাকলেও ‘গুরু’র দেখাদেখি তারাও ব্রেসলেট পরতে শুরু করে দিয়েছেন। তা সে তাদের ব্যক্তিত্বের সঙ্গে যতই বেমানান হোক না কেন!
আপনি কেন ব্রেসলেট পরেন সালমান? বেয়াড়া প্রশ্নটা করেছিলেন এক সাংবাদিক। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছোটবেলার কথা শুনিয়েছেন সালমান।
একটি আন্তর্জাতিক ইভেন্টের সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে সালমান জানিয়েছেন, বাবার কাছে থেকে ব্রেসলেটটি উপহার হিসেবে পেয়েছিলেন তিনি। সালমানের কথায়, ছোটবেলা থেকেই দেখেছি, সব সময় এ রকমই একটা ব্রেসলেট পরে থাকতেন বাবা। সে সময় ভাবতাম, ব্রেসলেট পরে বাবাকে কী ‘কুল’ই না লাগছে! বাচ্চারা যেমন সব কিছু নিয়ে খেলাধুলো করে, আমিও বাবার ব্রেসলেটটা নিয়ে খেলতাম।’
বাবার ব্রেসলেটটি পছন্দ হলেও ছোটবেলায় সেটি সালমানের হাতে আসেনি। তার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে। সালমান বলেছেন, ‘ছোটবেলায় ব্রেসলেট পরতাম না। তবে বলিউডে কাজ শুরুর করার পর বাবা আমাকে একেবারে নিজের ব্রেসলেটের মতো দেখতে একটি ব্রেসলেট উপহার দেন। সেই থেকে এটা আমার সঙ্গেই রয়েছে।’
নিজের ডান হাতের ব্রেসলেটটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন সালমান। বিদেশি সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, আমার ব্রেসলেটের মধ্যে এই যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এ রকম ধরনের পাথর দু’টিই রয়েছে। একটা হল আকিক আর একটা ফিরোজা। এই ফিরোজাটি হল নীলকান্তমণি।
ব্রেসলেটের পাথরটি নিয়ে একটি বদ্ধমূল ধারণাও রয়েছেন সালমানের। তার দাবি, সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। পাশাপাশি আরও একটি দাবি করেছেন তিনি। বলিউডের সুপারস্টারের কথায়, প্রত্যেক বার অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে ফিরোজা।
সালমান জানিয়েছেন, বেশ কয়েক বার তার ব্রেসলেটের পাথরে চিড় ধরে গিয়েছে। তা যে অশুভ ঘটনার ইঙ্গিত, তা-ও মনে করেন সালমান। সেই সঙ্গে তার দাবি, নেতিবাচক কোনও কিছু আমার দিকে ধেয়ে এলে এই পাথর তা আটকে দেয়। পাথরের শিরায় সেই অশুভ শক্তিকে শুষে নেয় ফিরোজা। সে কারণেই তাতে চিড় ধরে যায়।
নিউজ লাইট ৭১