জল, স্থলের পাশাপাশি আকাশপথেও দায়িত্ব পালনে সক্ষমত বিজিবি
- আপডেট টাইম : ০২:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 28
বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে পরিণত করা হয়েছে। জল, স্থলের পাশাপাশি আকাশপথেও দায়িত্ব পালনে সক্ষমতা অর্জন করেছে বিজিবি। এ বিষয়ে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে ত্রিমাত্রিক এ বাহিনীর প্যারেড কমান্ডার হিসেবে ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক কর্নেল জিয়া সাদাত খান, প্যারেড অ্যাডজুটেন্ট বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম।
দিবসটিতে যোগ দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পংকজ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল।
‘বিজিবি দিবস-২০২১’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বর বিকেলে যশোরের বেনাপোল-পেট্রাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ কর্তৃক জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হবে।
নিউজ লাইট ৭১