শিরোনাম :
রাষ্ট্রপতি নয়টি বিলে অনুমোদন দিলেন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০২:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / 34
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে গৃহীত নয়টি বিলে অনুমোদন দিয়েছেন।তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি আজ এই নয়টি বিলের অনুমোদন দেন।
বিলগুলো হচ্ছে: লিডার অব দি অপোজিশন অ্যান্ড ডেপুটি লিডার (রিম্যুনের্যাশন অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০২১, স্পেশাল সিকিউরিটি ফোর্সেস বিল, ২০২১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর্স অ্যান্ড ট্যুর গাইডস (রিম্যুনের্যাশন অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০২১, ব্যাংকার্স এভিডেন্স বিল, ২০২১।
হাইওয়ে বিল, ২০২১, টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস (রিম্যুনের্যাশন অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০২১ এবং জাজেজ অব দি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (ট্রাভেল অ্যালাউন্স) বিল, ২০২১।
নিউজ লাইট ৭১
Tag :