শিরোনাম :
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / 33
সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ফয়সাল নাসিম ঢাকা-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
এছাড়া সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সাথে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।
এর আগে, চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।
নিউজ লাইট ৭১
Tag :