বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত
- আপডেট টাইম : ১২:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / 46
উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, জাহাঙ্গীর একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে।
র্যাব জানায়, রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রিজ এলাকায় র্যাব-৭-এর একটি বিশেষ দলের সঙ্গে মাদক কারবারিদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় মাদক কারবারিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের গুলিবিদ্ধ লাশ এবং ৭০টি ইয়াবা, একটি ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার করা হয়।
নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইকে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মিয়ানমারের নগদ অর্থও পাওয়া যায়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ লাইট ৭১