ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / 31

ছবি: নিউজ লাইট ৭১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তঘেষা চেঁচড়া গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ শাহিনুর (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিনুর পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।

জয়পুরহাট ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী চেঁচড়া গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। পরে জেলা ডিবির এসআই আমিরুল ইসলাম ফোর্স নিয়ে সেই বাড়ির সামনে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিনুর কৌশলে পালানোর চেষ্টা করে।

এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজ লাইট ৭১

 

 

Tag :

শেয়ার করুন

৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তঘেষা চেঁচড়া গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ শাহিনুর (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিনুর পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।

জয়পুরহাট ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী চেঁচড়া গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। পরে জেলা ডিবির এসআই আমিরুল ইসলাম ফোর্স নিয়ে সেই বাড়ির সামনে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিনুর কৌশলে পালানোর চেষ্টা করে।

এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজ লাইট ৭১