ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • / 44

কিশোরগঞ্জের কটিয়াদীতে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাস্তায় বের হলেই এদের অপকর্ম গুলো চোখে পড়ে। শুধু তাই নয়, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের যতগুলো গণপরিবহন চলাচল করে সবকটি পরিবহন থেকে যাত্রীদের ব্র্যাকমেইল করে আদায় করা হয় হাজার হাজার টাকা। অথচ, এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, কটিয়াদী বাসট্যাণ্ডেই হিজড়াদের একটি দল বসবাস করে। তারা সকাল থেকেই কটিয়াদী বাসট্যাণ্ডের বিভিন্ন গণপরিবহনে উঠে চাঁদাবাজিতে মেতে উঠে। যারা চাঁদা দিতে অনীহা প্রকাশ করে তাদের সামনে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। অনেকে আত্মসম্মানের ভয়ে চাঁদা দিতে বাধ্য হয়। ফলে, এদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।

সূত্র জানায়, হিজড়াদের মূল টার্গেট থাকে বিয়ে বাড়ি, রাস্তায় জামাইয়ের গাড়ি আটক করে চাঁদা আদায় ও গণপরিবহনে যাত্রীদের জিম্মি করে প্রকাশ্য অর্থ আদায় করা। অনেকেই এদের চাহিদা মতো টাকা দিতে না পারলে তাদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে গালিগালাজ ও হয়রানি করে। কিন্তু, অনেকেই চোখ লজ্জায় ওই রকম প্রতিবাদ করতে পারেন না।

মোহাম্মদ জমির উদ্দিন (২৫)। কিশোরগঞ্জ থেকে যাতায়াত পরিবহন দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কটিয়াদী আসার পর কয়েকজন হিজড়া গাড়িতে উঠে।তিনি জানান, ‘প্রথমে টাকা চাইলেন। তারপর মানবিক দিক চিন্তা করে তাকে ১’শ টাকার নোট দিলাম। তারা জোরপূর্বক ২০ টাকা আদায় করে। এর প্রতিবাদ করতে গেলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে যায়।’

আরেকজন যাত্রী রোজিনা ইসলাম (২৪)। তিনি জানান, এদেরকে টাকা না দিলেই অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিভিন্ন অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করে। তাই মান-সম্মানের ভয়ে টাকা দিতে বাধ্য হই।কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস. এম শাহাদাত হোসেন জানান, এদেরকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, এদের নিয়ে আমরাও বিব্রত। আলোচনার মাধ্যমেকে এদের চাঁদাবাজি বন্ধ করতে হবে।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ

আপডেট টাইম : ১২:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১

কিশোরগঞ্জের কটিয়াদীতে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাস্তায় বের হলেই এদের অপকর্ম গুলো চোখে পড়ে। শুধু তাই নয়, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের যতগুলো গণপরিবহন চলাচল করে সবকটি পরিবহন থেকে যাত্রীদের ব্র্যাকমেইল করে আদায় করা হয় হাজার হাজার টাকা। অথচ, এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, কটিয়াদী বাসট্যাণ্ডেই হিজড়াদের একটি দল বসবাস করে। তারা সকাল থেকেই কটিয়াদী বাসট্যাণ্ডের বিভিন্ন গণপরিবহনে উঠে চাঁদাবাজিতে মেতে উঠে। যারা চাঁদা দিতে অনীহা প্রকাশ করে তাদের সামনে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। অনেকে আত্মসম্মানের ভয়ে চাঁদা দিতে বাধ্য হয়। ফলে, এদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।

সূত্র জানায়, হিজড়াদের মূল টার্গেট থাকে বিয়ে বাড়ি, রাস্তায় জামাইয়ের গাড়ি আটক করে চাঁদা আদায় ও গণপরিবহনে যাত্রীদের জিম্মি করে প্রকাশ্য অর্থ আদায় করা। অনেকেই এদের চাহিদা মতো টাকা দিতে না পারলে তাদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে গালিগালাজ ও হয়রানি করে। কিন্তু, অনেকেই চোখ লজ্জায় ওই রকম প্রতিবাদ করতে পারেন না।

মোহাম্মদ জমির উদ্দিন (২৫)। কিশোরগঞ্জ থেকে যাতায়াত পরিবহন দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কটিয়াদী আসার পর কয়েকজন হিজড়া গাড়িতে উঠে।তিনি জানান, ‘প্রথমে টাকা চাইলেন। তারপর মানবিক দিক চিন্তা করে তাকে ১’শ টাকার নোট দিলাম। তারা জোরপূর্বক ২০ টাকা আদায় করে। এর প্রতিবাদ করতে গেলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে যায়।’

আরেকজন যাত্রী রোজিনা ইসলাম (২৪)। তিনি জানান, এদেরকে টাকা না দিলেই অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিভিন্ন অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করে। তাই মান-সম্মানের ভয়ে টাকা দিতে বাধ্য হই।কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস. এম শাহাদাত হোসেন জানান, এদেরকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, এদের নিয়ে আমরাও বিব্রত। আলোচনার মাধ্যমেকে এদের চাঁদাবাজি বন্ধ করতে হবে।

নিউজ লাইট ৭১