শিরোনাম :
হাফ ভাড়ার দাবিতে বাসে ভাঙচুর চালিয়েছে কলেজের শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / 40
রাজধানীর সায়েন্সল্যাবে হাফ ভাড়ার দাবিতে বাসে ভাঙচুর চালিয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালায়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড় ও সড়কে এ ভাঙচুর চালানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
নিউজ লাইট ৭১
Tag :