শিরোনাম :
কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / 41
চট্টগ্রামের বায়েজিদে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি ও কিরিচসহ ২৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। গতকাল তাদের মঙ্গলবার আদালতে তোলা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— আলামিন (১৬), মো. জিহাদ (১৬) ও আকাশ (১৭)। গত সোমবার রাতে বায়েজিদের আতুরার ডিপোর আমিন কলোনী রেল বিট এবং শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি কামরুজ্জামান জানান, ‘সোমবার রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি ও কিরিচসহ ২৬টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের মধ্যে আকাশের বিরুদ্ধে এর আগেও মামলা ছিল।
নিউজ লাইট ৭১
Tag :