শিরোনাম :
টিকা নিবন্ধনে বয়সসীমা ১৮ বছর
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / 67
স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাসের টিকা নিবন্ধনের বয়সসীমা নামিয়ে ১৮ বছর করেছে। ফলে এখন থেকে দেশের ১৮ বছর ও তার বেশি সব নাগরিক টিকা নিতে পারবেন।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক শামসুল হক।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, টিকা নিবন্ধনের বয়সসীমা ১৮ বছরে নামিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকে নিবন্ধন চালু হয়েছে। এখন থেকে ১৮ বছর ও তার ওপরের সবাই সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।
এর আগে সর্বনিম্ন ২৫ বছর বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারতেন বলে জানান শামসুল হক।
নিউজ লাইট ৭১
Tag :