ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন মেলেনি হেলেনা জাহাঙ্গীরের
- আপডেট টাইম : ০৫:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / 48
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন মেলেনি হেলেনা জাহাঙ্গীরের। এ কারণে আপাতত কারামুক্তি মিলছে না তার।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি মো.বদরুজ্জামানের বেঞ্চ হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার জামিন আবেদন নাকচ করেন।এ আদেশের ফলে অপর তিন মামলায় জামিন মিললেও আপাতত কারাগারেই থাকতে হবে তাকে।
গত ২৯ জুলাই রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের বাসায় অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব।এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করার কথা জানায় এই এলিট বাহিনী।
পরদিন ৩০ জুলাই তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।এরপর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ এই মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। ফলে আপাতত কারামুক্তি মিলছে না তার।
নিউজ লাইট ৭১