ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে এসেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • / 59

কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। গেল ২৬ সেপ্টেম্বর সকালের ফ্লাইটে ঢাকায় নামেন এ অভিনেত্রী। এরপর বিমানবন্দর থেকেই সোজা চলে যান চাঁদপুরে। সেখানে অংশ নিয়েছেন ‘পিয়া রে’ সিনেমায়। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় কৌশানী অভিনয় করছেন শান্ত খানের বিপরীতে। সিনেমাটি নির্মাণ করছেন পূজন মজুমদার।

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন ‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত কৌশানী। তিনি বলেন, ‘এবারই প্রথম বাংলাদেশে আসা আমার। কিন্তু তারপরও মনে হচ্ছে না যে আমি অন্য দেশে এসে শুটিং করছি। মনে হচ্ছে, নিজ দেশেই আছি। ১৫ দিনের মতো এখানে থাকবো। শুটিংয়ের ফাঁকে দেশটা একটু ঘুরে দেখার ইচ্ছে আছে।’

তিনি আরও বলেন, ‘এখানকার সবাই বেশ আন্তরিক। ঢাকায় বেশিক্ষণ থাকা হয়নি, সরাসরি শুটিং স্পট চাঁদপুরে চলে এসেছি। যার কারণে এখনও তেমনভাবে ঘুরে দেখা হয়নি। চাঁদপুরের ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবা বলে দিয়েছে, ফেরার সময় যেন এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই বাড়ি ফিরবো।’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশে এসেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি

আপডেট টাইম : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। গেল ২৬ সেপ্টেম্বর সকালের ফ্লাইটে ঢাকায় নামেন এ অভিনেত্রী। এরপর বিমানবন্দর থেকেই সোজা চলে যান চাঁদপুরে। সেখানে অংশ নিয়েছেন ‘পিয়া রে’ সিনেমায়। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় কৌশানী অভিনয় করছেন শান্ত খানের বিপরীতে। সিনেমাটি নির্মাণ করছেন পূজন মজুমদার।

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন ‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত কৌশানী। তিনি বলেন, ‘এবারই প্রথম বাংলাদেশে আসা আমার। কিন্তু তারপরও মনে হচ্ছে না যে আমি অন্য দেশে এসে শুটিং করছি। মনে হচ্ছে, নিজ দেশেই আছি। ১৫ দিনের মতো এখানে থাকবো। শুটিংয়ের ফাঁকে দেশটা একটু ঘুরে দেখার ইচ্ছে আছে।’

তিনি আরও বলেন, ‘এখানকার সবাই বেশ আন্তরিক। ঢাকায় বেশিক্ষণ থাকা হয়নি, সরাসরি শুটিং স্পট চাঁদপুরে চলে এসেছি। যার কারণে এখনও তেমনভাবে ঘুরে দেখা হয়নি। চাঁদপুরের ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবা বলে দিয়েছে, ফেরার সময় যেন এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই বাড়ি ফিরবো।’

নিউজ লাইট ৭১