শিরোনাম :
জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / 62
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, পাকিস্তানের আদর্শে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন? জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না। জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট।
তিনি বলেন, বিএনপি আজকে বলে আমরা বারবার জিয়াউর রহমানের প্রসঙ্গ আনি কেন। তার নাম তো আসবেই, কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নাম আসলে তো জিয়াউর রহমানের নাম আসবেই। কারণ এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত। জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিল বলেই বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে।
নিউজ লাইট ৭১
Tag :