ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-মুস্তাফিজ আইপিএল খেলতে অনুমতি চেয়েছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • / 46

করোনার কারণে মাঝপথে স্থগিত আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম পর্বে অংশ নেয়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় পর্বেও পাওয়ার আশা দেখছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

আইপিএলে যেতে ইতোমধ্যে বোর্ডের কাছে আবেদন করে রেখেছেন এই দুই ক্রিকেটার। মুস্তাফিজ কিছুদিন আগে আবেদন করলেও সাকিব করেছেন শনিবার। তাদের দুজনের আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার সিদ্ধান্ত জানাবে বিসিবি।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানান, মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে এবং সাকিব শনিবার আবেদন করেছে। আমরা ১ তারিখ এ নিয়ে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, এটা আমাদের জন্য অনেক ভাল একটা সুযোগ, আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলবে, যার স্টান্ডার্ড অনেক উঁচু মানের। সেখানে যদি ভাল পারফরম করে, ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলবো ওখানে দলের জন্য খুব উপকার হবে।

বোর্ড তাদের ছাড়পত্র দেওয়ার ব্যাপারে পজিটিভ আছে বলেও জানান আকরাম খান।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সাকিব-মুস্তাফিজ আইপিএল খেলতে অনুমতি চেয়েছেন

আপডেট টাইম : ০৭:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

করোনার কারণে মাঝপথে স্থগিত আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম পর্বে অংশ নেয়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় পর্বেও পাওয়ার আশা দেখছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

আইপিএলে যেতে ইতোমধ্যে বোর্ডের কাছে আবেদন করে রেখেছেন এই দুই ক্রিকেটার। মুস্তাফিজ কিছুদিন আগে আবেদন করলেও সাকিব করেছেন শনিবার। তাদের দুজনের আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার সিদ্ধান্ত জানাবে বিসিবি।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানান, মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে এবং সাকিব শনিবার আবেদন করেছে। আমরা ১ তারিখ এ নিয়ে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, এটা আমাদের জন্য অনেক ভাল একটা সুযোগ, আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলবে, যার স্টান্ডার্ড অনেক উঁচু মানের। সেখানে যদি ভাল পারফরম করে, ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলবো ওখানে দলের জন্য খুব উপকার হবে।

বোর্ড তাদের ছাড়পত্র দেওয়ার ব্যাপারে পজিটিভ আছে বলেও জানান আকরাম খান।

নিউজ লাইট ৭১