শিরোনাম :
মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / 109
নিউজ লাইট ৭১ ডেস্ক- যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বাজার থেকে বুধবার রাতে মহিউদ্দিন লাল্টু (২৩) নামে এক যুবককে ৫০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। সে সাতক্ষীরার কলারোয়া থানার তুলসীডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব রায় জানান, গোপন খবরের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রহিম হাওলাদারের নেতৃত্বে একটি টহলদল বুধবার রাত ৮টার দিকে রুদ্রপুর বাজারের কালামের সারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করে।
পরে তার মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মহিউদ্দিন লাল্টুর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Tag :