নিখিল নুসরাতের মা হওয়ার খবরে যা বললেন
- আপডেট টাইম : ০৬:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 50
মা হয়েছেন টলিউডের আলোচিত চিত্রনায়িকা ও বশিরহাট কেন্দ্রের সংসদ সদস্য নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী তার পাশে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। প্রেমিকার সার্বক্ষণিক দেখভাল করছেন তিনি। যশ সঙ্গে থাকলেও নুসরাতের পুত্রসন্তানের বাবা কে, তা আজও প্রকাশ্যে আসেনি।
সন্তান জন্মের পর নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈন কলকাতার একটি গণমাধ্যমকে বলেন, আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
উল্লেখ্য, ২০১৯ সালে নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা। সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। যদিও এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন নিখিল। সেটি এখনো চলমান রয়েছে।
নিউজ লাইট ৭১