কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামন হাসপাতালে ভর্তি
- আপডেট টাইম : ১০:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / 148
নিউজ লাইট ৭১ ডেস্ক- কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামন আবারও রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। চার দিন আগে পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত হওয়ার পর সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তার ছোট ভাই সালেহ জামান সেলিম।
এর আগে এটি এম শামসুজ্জামান দীর্ঘ চার মাস ধরে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেন। চলতি বছরের ৬ আগস্টে অস্ত্রোপচারের পর ২৯ আগস্ট এই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তিনি। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক শাহাদাতের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এ অভিনেতার।
এ প্রসঙ্গে সালেহ জামান সেলিম গণমাধ্যমকে বলেন, হঠাৎ শ্বাস কষ্ট হওয়ার কারণে তাকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। গোপনে সিগারেট খাওয়ার কারণে তার শ্বাস কষ্ট শুরু হয়। তাকে দুপুরে ভর্তি করানোর পর স্যালাইন দেওয়া হয়েছে। এখন মোটামুটি ভালো আছেন তিনি।
এরই মধ্যে ৭৫ বছর বয়সী একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার চিকিৎসার ভার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষ থেকে ১০ লাখ টাকাও দেওয়া হয় তাকে। ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা।