ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / 76

বাংলাদেশ ও ভারত আজকের ম্যাচে যেই জিতবে সেই এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ এড়াতে পারবে। ভারত আজ ড্র করলেও সেই সুযোগ থাকবে। কারণ তাদের পরের প্রতিপক্ষ আফগানিস্তান। 

অন্যদিকে বাংলাদেশ সোমবার (৭ জুন) ভারতকে হারাতে না পারলে পয়েন্ট টেবিলে নিচ থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করে এশিয়ান কাপের বাছাইয়ের প্লে অফের জন্য প্রস্তুত হতে হবে। 

বাংলাদেশ ভারত ম্যাচ ঢাকা বা ভারতে হলে স্বাগতিকরা সমর্থকদের সমর্থন পায়। সূচি অনুযায়ী ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও কাতারে হচ্ছে করোনার জন্য। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া এই ম্যাচে দর্শকদের সমর্থন চাইলেন, ‘দোহায় অনেক বাংলাদেশি ভাইরা রয়েছেন। আশা করি তারা আমাদের সমর্থন দেবেন। তাদের সমর্থন খুব প্রয়োজন।’

আগের ম্যাচে একাদশে ছিলেন মিডফিল্ডার রাকিব হোসেন। তিনিও অধিনায়কের সুরে সুর মিলিয়েছেন, ‘আমি গত ম্যাচে একাদশে ছিলাম। এই ম্যাচেও সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই। অনুরোধ করব কাতার প্রবাসীদের স্টেডিয়ামে এসে আমাদের উৎসাহ দিতে।’ জসিম বিন হামাদ স্টেডিয়ামে ধারণক্ষমতার ত্রিশ শতাংশ দর্শক ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন। আফগান ম্যাচে অবশ্য বাংলাদেশের সমর্থকরা সেভাবে আসেননি।

বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচ জিতেছিল ২০০৩ সালের সাফের সেমিফাইনালে। এরপর আর জিততে পারেনি বাংলাদেশ। আবার ২০১৩ সাফের পর থেকে বাংলাদেশকে হারাতেও পারেনি ভারত। দুই দলের সর্বশেষ লড়াই ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে ১-১ গোলে ড্র। আজকের ম্যাচের ফলাফলের উপর দুই দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ এড়ানোর বিষয়টি জড়িত।

আজকের খেলা
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই
বাংলাদেশ-ভারত, রাত আটটা (বাংলাদেশ সময় )
জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা, কাতার
সরাসরি সম্প্রচার : টি স্পোর্টস ও গাজী টিভি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

বাংলাদেশ ও ভারত আজকের ম্যাচে যেই জিতবে সেই এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ এড়াতে পারবে। ভারত আজ ড্র করলেও সেই সুযোগ থাকবে। কারণ তাদের পরের প্রতিপক্ষ আফগানিস্তান। 

অন্যদিকে বাংলাদেশ সোমবার (৭ জুন) ভারতকে হারাতে না পারলে পয়েন্ট টেবিলে নিচ থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করে এশিয়ান কাপের বাছাইয়ের প্লে অফের জন্য প্রস্তুত হতে হবে। 

বাংলাদেশ ভারত ম্যাচ ঢাকা বা ভারতে হলে স্বাগতিকরা সমর্থকদের সমর্থন পায়। সূচি অনুযায়ী ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও কাতারে হচ্ছে করোনার জন্য। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া এই ম্যাচে দর্শকদের সমর্থন চাইলেন, ‘দোহায় অনেক বাংলাদেশি ভাইরা রয়েছেন। আশা করি তারা আমাদের সমর্থন দেবেন। তাদের সমর্থন খুব প্রয়োজন।’

আগের ম্যাচে একাদশে ছিলেন মিডফিল্ডার রাকিব হোসেন। তিনিও অধিনায়কের সুরে সুর মিলিয়েছেন, ‘আমি গত ম্যাচে একাদশে ছিলাম। এই ম্যাচেও সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই। অনুরোধ করব কাতার প্রবাসীদের স্টেডিয়ামে এসে আমাদের উৎসাহ দিতে।’ জসিম বিন হামাদ স্টেডিয়ামে ধারণক্ষমতার ত্রিশ শতাংশ দর্শক ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন। আফগান ম্যাচে অবশ্য বাংলাদেশের সমর্থকরা সেভাবে আসেননি।

বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচ জিতেছিল ২০০৩ সালের সাফের সেমিফাইনালে। এরপর আর জিততে পারেনি বাংলাদেশ। আবার ২০১৩ সাফের পর থেকে বাংলাদেশকে হারাতেও পারেনি ভারত। দুই দলের সর্বশেষ লড়াই ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে ১-১ গোলে ড্র। আজকের ম্যাচের ফলাফলের উপর দুই দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ এড়ানোর বিষয়টি জড়িত।

আজকের খেলা
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই
বাংলাদেশ-ভারত, রাত আটটা (বাংলাদেশ সময় )
জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা, কাতার
সরাসরি সম্প্রচার : টি স্পোর্টস ও গাজী টিভি।

নিউজ লাইট ৭১