পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত
- আপডেট টাইম : ০৬:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / 71
পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
মঙ্গলবার (২৫ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরীর স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য সরকারকে বলেছেন। এটা শুধু তার বক্তব্য না, এটা বিএনপির বক্তব্য।
তিনি বলেন, পাকিস্তানসহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাইকে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।
এর আগে গত ২২ মে জাতীয় প্রেসক্লাবের এক সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তানকে ক্ষমা করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন।
নিউজ লাইট ৭১