ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধীরে ধীরে বাড়ছে রোদের তীব্রতা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 92

ধীরে ধীরে বাড়ছে রোদের তীব্রতা। রোদের তীব্রতায়  বাইরে বের হওয়াটাও এখন বেশ কষ্টকর। কিন্তু কাজের প্রয়োজনে তো বাইরে যেতেই হয়। কিন্তু বাইরে বের হওয়ার কারণে ত্বক রোদে পুড়ে বিবর্ণ হয়ে যাওয়ার সমস্যা দেখে দেয় অনেকের মধ্যেই। এমনকি কালচে ছোপ ছোপ দাগও দেখা যায় পুড়ে যাওয়া ত্বকে।

তবে এই নিয়ে চিন্তার কিছু নেই। এই দাগ দূর করতে ছুট হবে না পার্লারেও। ঘরে বসেই ত্বকের পেছনে একটু সময় দিলেই মিল্বে এর সমাধান।  

চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে পুড়ে যাওয়া ত্বকের ঘরোয়া যত্ন নেবেন-

* গ্রিন টি লিকারে তুলা ডুবিয়ে আক্রান্ত ত্বকে লাগান।

* কিছুক্ষণ অ্যালোভেরা জেল লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

* রোদে পুড়ে যাওয়া ত্বকে টক দই লাগিয়ে রাখুন ১০ মিনিট।

* টমেটো চাক করে কেটে ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

* আলু ছেঁচে লাগিয়ে রাখুন ত্বকে। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* বাথটাবের পানিতে মুঠোভর্তি বেকিং সোডা মিশিয়ে ত্বক ভিজিয়ে রাখুন ২০ মিনিট।

* সাদা ভিনেগারে তোয়ালে ডুবিয়ে রোদে পুড়ে যাওয়া ত্বকে চেপে চেপে লাগান কিছুক্ষণ।

৭১

Tag :

শেয়ার করুন

ধীরে ধীরে বাড়ছে রোদের তীব্রতা

আপডেট টাইম : ০৬:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

ধীরে ধীরে বাড়ছে রোদের তীব্রতা। রোদের তীব্রতায়  বাইরে বের হওয়াটাও এখন বেশ কষ্টকর। কিন্তু কাজের প্রয়োজনে তো বাইরে যেতেই হয়। কিন্তু বাইরে বের হওয়ার কারণে ত্বক রোদে পুড়ে বিবর্ণ হয়ে যাওয়ার সমস্যা দেখে দেয় অনেকের মধ্যেই। এমনকি কালচে ছোপ ছোপ দাগও দেখা যায় পুড়ে যাওয়া ত্বকে।

তবে এই নিয়ে চিন্তার কিছু নেই। এই দাগ দূর করতে ছুট হবে না পার্লারেও। ঘরে বসেই ত্বকের পেছনে একটু সময় দিলেই মিল্বে এর সমাধান।  

চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে পুড়ে যাওয়া ত্বকের ঘরোয়া যত্ন নেবেন-

* গ্রিন টি লিকারে তুলা ডুবিয়ে আক্রান্ত ত্বকে লাগান।

* কিছুক্ষণ অ্যালোভেরা জেল লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

* রোদে পুড়ে যাওয়া ত্বকে টক দই লাগিয়ে রাখুন ১০ মিনিট।

* টমেটো চাক করে কেটে ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

* আলু ছেঁচে লাগিয়ে রাখুন ত্বকে। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* বাথটাবের পানিতে মুঠোভর্তি বেকিং সোডা মিশিয়ে ত্বক ভিজিয়ে রাখুন ২০ মিনিট।

* সাদা ভিনেগারে তোয়ালে ডুবিয়ে রোদে পুড়ে যাওয়া ত্বকে চেপে চেপে লাগান কিছুক্ষণ।

৭১